২০ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নে মঙ্গলবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি ২০০ গ্রাম গাঁজা সহ পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত লেহাজ শিকদারের ছেলে মোঃ আক্কাস শিকদার (৩১) কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনূজা মণ্ডল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।