২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: আনন্দ উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিযেছেন।
২০ ডিসেম্বর রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিকেলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম ¯^তন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
আগামী ২২ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ।