মোবারক হোসেন, খাগড়াছড়ি: আনন্দ উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিযেছেন।
২০ ডিসেম্বর রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিকেলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম ¯^তন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
আগামী ২২ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.