১৯ মার্চ ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার চরফ্যান উপজেলার আমিনাবাদের কুলছুমবাগ গ্রামের থেকে ৫জুয়ারীকে পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহম্পতিবার গভীর রাতে টহলরত পুলিশ তালুকদার চৌমহনী জুয়ার আসর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ হোসেন(৩৪), জাকির(৩০), শান্ত(১৭), তাসিন(১৮) ও শফিক (২৫) তারা উভয়ে কুলছুমবাগ গ্রামে তালুকদার চৌমুহনী এলাকায়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন বলেন, টহলরত পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।