২০ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রবিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ঝালকাঠির সন্তান
ঝালকাঠি ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহাবুবুর হক নান্নু ।
গন সংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে মাহাবুবুর হক নান্নু বলেছে ওয়ান ইলেভেন এর সময় যাকে ২০০১ বিজয়ী করেছিলাম তারা মইন ফখরুলের সাথে পাড়ি জমিয়েছিল দলকে বিপদে ফেলে। তারা গত ১৭বছরে একদিনও নেত্রীকে দেখতে যায় নাই, খোঁজ খবর ও নেয়নি।তারা আজকে রাজপথে আছে। আওয়ামী লীগ পরিবার থেকে আগমন ঘটেছে ৩-৪ বছর বয়স হয়নি তারা আজকে বিএনপি’র মনোনয়ন চাচ্ছে। আমি ছোটবেলা থেকে রাজনীতি করে আসছি বিএনপির সাথে আমি কোন অন্যায় জুলুম নির্যাতন মাদক এর সাথে জড়িত নই। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় আমি মানুষের সেবায় কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক,সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপি নেতারা বলেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব। আমাদের দাবি দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং নেতাকর্মীদের পাশে ছিলেন তাকে মনোনয়ন পত্র দেওয়া হয় । কোন হাইব্রিড নেতাকে জানি মনোনয়ন না দেওয়া হয়।