২১ নভেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ( ১ সংশোধিত)এর আওতায় জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে ২৫ শে এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের কলা বাগান জেলে পল্লীতে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(মৎস্য পরিকল্পনা ও জরিপ)মৎস্য অধিদপ্তর মাসুদা খানম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
প্রথম অতিথি তার বক্তব্যে জাটকা ধরা থেকে সবাইকে বিরত থাকা ও অবৈধ জাল দিয়ে মাছ না ধরার আহবান জানান।
জেলেরা বলেন আমরা জাটকা মাছ ধরবো না এবং অবৈধ জাল ব্যবহার করব না।
জনসচেতনতা সভা বাস্তবায়ন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা উপজেলার মৎস্য অফিসের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।