০৩ মে ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ২জন সহ প্রার্থী হয়েছে ১৩ জন বাকেরগঞ্জের দাড়িয়ালে সড়ক নির্মানে দূর্নীতি ও অনিয়ম
আগৈলঝাড়া বাকাল ইউনিয়নে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত

আগৈলঝাড়া বাকাল ইউনিয়নে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন- আমি আপনাদেরই লোক। আমার বাবা আপনাদের পাশে ছিল, আমিও সারাজীবন আপনাদের পাশে রয়েছি, থাকবো। আমি আপনাদের আত্মার আত্মীয়। সকল দূর্যোগে পাশে আছি, থাকবো। ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে আপনাদের উপর কি জুলুম-নির্যাতন হয়েছিল তা আপনারাই স্বাক্ষী। তখন আপনার কেমন ছিলেন আর আজ কেমন আছেন সেটা আপনারাই জানেন। এখন ভোর রাতে বাড়ি থেকে বের হয়ে ভারতে চিকিৎসার জন্য বেনাপোলের গাড়িতে উঠলেও কেউ সম্প্রদায় নিয়ে গালি দিয়ে বলে না যে কোথায় যাস ? মানুষ এখন শান্তিতে আছে। এই শান্তি আর উন্নয়নের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুণরায় নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমি এমপি হলে আপনাদের কিছু চাইতে হবে না, আপনাদের যা দরকার তা আমি জানি এবং সেই অনুযায়ি এলাকায় উন্নয়ন কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার কোন বিকল্প নেই।বিএনপি’র প্রতি ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন- আজ ওরা মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে ? সেদিন কোথায় ছিল গণতন্ত্র আর মানবাধিকার? যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। সেই হত্যার বিচার কার্যক্রম আইন করে বন্ধ করে দেয়া হয়েছিল। কোথায় ছিল সেদিন মানবাধিকার? আসলে যারা দেশকে ভালবাসতে পারে না তাদের দিয়ে দেশের কোন উন্নয়ন হয় না। শেখ হাসিনা ছাড়া আর কোন প্রধানমন্ত্রীই এই দেশে জন্ম গ্রহন করেননি। তাই এই দেশের জন্য তাদের কোন দরদ ছিল না। শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত তাই তার দ্বারাই দেশ রক্ষা সম্ভব। তাই আগামী ৭ জানুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ রক্ষা করুন। বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার দুপুরে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানিয়ে এসব কথা বলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। মন্ত্রীর বক্তব্য শোনার জন্য, কাছে থেকে তাকে পাবার জন্য মতবিনিময় সভা নারী পুরুষের জনসমাগমে জনসভায় রুপান্তরিত হয়। বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত এর সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও এফবিসিসিআই পরিচালক মন্ত্রীপুত্র মঈন উদ্দীন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাবেক অধ্যাপক অপূর্ব লাল হালদার, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল দাস, সহ-সভাপতি মাইকেল মালাকার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম পাইকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019