২১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স॥ মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে বৈঠা হাতে একটি মিছিলের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে নৌকার পক্ষে কালকিনির লক্ষ্মীপুরে নৌকার পক্ষে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারী। মিছিলে কয়েকশ কর্মীর প্রত্যেকের হাতে বৈঠা ছিল।
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, ‘নৌকার সমর্থকরা বৈঠা হাতে মিছিল করেছেন। এভাবে ভোটারদের মনে ভয় ঢুকিয়ে তারা আচরণবিধি ভঙ্গ করেছেন।’
মাদারীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, অভিযোগ পাওয়ার পর ফজলুল হক বেপারীকে তলব করা হয়। এ ধরনের কর্মকাণ্ড আর হবে না বলে তিনি মুচলেকা দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফজলুল হক বেপারীর মোবাইলফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।