২১ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে মোট ৮জন এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । আজ (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ
মনোনয়নপত্র দাখিল করেন ।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ মিয়া মনোনয়ন পত্র দাখিল করেন।
আবদুস সোবহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন নিতাই চক্রবর্তী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ ইকবাল হোসেন (জাকের পার্টি), কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস (কৃষক শ্রমিক জনতালীগ), প্রবীন হালদার ( তৃনমুল বিএনপি) এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন এম এ খালেক খোকন।