১৮ মে ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত জীবননগরে সড়ক দুর্ঘটনায় হাতপাখা বিক্রেতার মৃত্যু মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!
দর্শনায় বাস দূর্ঘটনায় নিহত ১ জন এবং আহত ১ জন

দর্শনায় বাস দূর্ঘটনায় নিহত ১ জন এবং আহত ১ জন

মো: কামরুজ্জামান, দর্শনা থানা প্রতিনিধি

দর্শনার বাস স্ট‍্যান্ডের তেতুল তলা নামক স্থানে বাস দূর্ঘটনায় ১ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।সূত্রমতে জানা যায় MK দোয়েল নামক একটি বাস যাহার নং-ঢাকা মেট্রো ব-১৪-১৯৫৯ জীবন নগর হতে দর্শনায় প্রত‍্যাগমনকালীন দর্শনার আকুন্দবাড়ীয়ায় একটি মোটর সাইকেলের সাথে দূর্ঘটনা ঘটে।প্রত‍্যক্ষদর্শীরা বাসটি ধাওয়া করলে বাস চালক দ্রুত গামী দর্শনা বাস স্ট‍্যান্ডে পৌঁছানোর চেষ্টা করেন। এমনতাবস্থায় মো:নেন্টু হোসেন (৫০)নামক একজন মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে কামরুল হোসেন(৪০) নামক ব‍্যক্তির মোটর সাইকেলের সাথে ধাক্কা মারেন এবং উভয়েই মাটিতে ছিটকে পড়ে যান।পড়ন্ত কামরুলের মাথার উপর দিয়ে বাস উঠে তাকে পিষ্ঠ করে দেন।ঘটনা স্থলেই তিনি মৃত্যুবরণ করেন।ঘটনাটি ঘটে আজ মঙ্গল বার বেলা ১২.০০ টার সময়।

দর্শনা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামরুল (৪০) যশোরের কোতোয়ালি থানার নাজির শংকরপুর সাদেক দারোগার মোড় গ্রামের মৃত নওশের আলীর ছেলে।

অপর দিকে আহত মোটর সাইকেল চালক মো: নেন্টু হোসেন (৫০) দর্শনা থানাধীন মদনা গ্রাম পশ্চিম পাড়ার মো: আফতাব হোসেনের মেঝো পুত্র।

মো:নেন্টু হোসেন (৫০) গুরুতর আহত হলে সাথে সাথে আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠান।

পরে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দূর্ঘটনা কবলিত দুইটি মোটর সাইকেল উদ্ধার ও বাসটি আটক করে থানায় সোপর্দ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019