২১ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::-
এখনও দিনক্ষণ চুড়ান্ত হয়নি দর্শনা পৌরসভা নির্বাচনের তবুও প্রতিদিন’ই কোন না কোন প্রার্থী ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে । তারা প্রতিনিয়ত শুভেচ্ছা. কুশল ও মতবিনিময় করছেন । দর্শনা পৌর বিএনপি নেতা মহিদুল ইসলাম এবং সাবেক দর্শনা পৌর মেয়র অদ্য ১৮ -১২-২০ তাং শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রাম শ্যামপুরের মাঝপাড়ায় ৫০০ লোকের পথসভার আয়োজন করেন।
পথসভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি দর্শনা পৌর বিএনপির মাহাব্বুল ইসলাম (খোকন), শ্যামপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বিশ্বাস। এছাড়াও ছিলেন দর্শনা থানা ছাত্র দলের যুগ্ম-আহব্বায়ক সুজন, পৌর ছাত্র দলের যুগ্ম-আহব্বায়ক মুকিত, দর্শনা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম-আহব্বায়ক রাজু, এবং যুবদল নেতা পলাশ, বাবুল, মামুন, আব্দুল এবং গ্রামের সর্ব সাধারন।
মেয়র প্রার্থী মহিদুল ইসলাম ৮নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করে কয়েকটি ওয়ার্ডের সাধারন মানুষের সঙ্গে শুভেচ্ছা, কুশল মতবিনিময় করেন।
এ সময় তিনি ভোটার ও সাধারণ নাগরিকদের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন। স্বাধীন মানচিত্র অর্জনের প্রতীক ধানের শীষের মাঝি হতেই দিনরাত মানুষের দুয়ারে দুয়ারে ছুটছেন। ছাত্র জীবন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিএনপির পতাকা সমুন্নত রাখতে রাজপথে রয়েছেন এবং জিয়াউর রহমানের অন্তঃপ্রাণ এ নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিদুল ইসলাম সৎ, চরিত্রবান, মেধাবী এবং পরহেযগার। এটাই শেষ নয়,জানা গেছে সর্বদা জন সাধারনের কথা তিনি ভাবেন। বিপদে আপদে সবার পাশে সাহায্যের হাত বারিয়ে দেন।
জনসাধারণের একটাই দাবী তারা মহিদুল ইসলামকে আবারও দর্শনার পৌর মেয়র হিসেবে দেখতে চান।