২২ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নুপুর মণ্ডল (১৮) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলায় পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড নাইয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুপুর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং নাইয়াপট্টি এলাকার মহাদেব মণ্ডলের মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, সকাল ৯টার দিকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় নুপুর। নুপুরের কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝে উঠতে পারছে না তার পরিবারের সদস্যরা।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত জাহান সাংবাদিকদের জানান, হাসপাতাল থেকে নিহত কলেজছাত্রীর লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’