২২ নভেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শিক্ষকদের নিয়ে আইসিটি শিক্ষক ফোরামের বর্ষপূর্তি ও মতববনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্য্যন আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভা মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ প্রমুখ। পোড়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র ধামের সঞ্চালনায় ত্রিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আইসিটি বিষয়ে ধারণা ও অনলাইন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব বিষয়ে আলোচনা রাখেন।