২২ নভেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ডেক্স প্রতিবেদক:: ঝালকাঠি সুগন্ধ্যা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে বিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রীতা মন্ডল বাদী হয়ে দ্রুত বিচার আইনে সোমবার মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচ এম ইমরানুর রহমান মামলাটি এজাহার হিসেবে গ্রহণে ঝালকাঠি সদর থানা পুলিশকে নির্দেশ দেন।
রাজনৈতিক প্রভাব বিস্তার করে গত ১৪ আগস্ট স্কুলের শহীদ মিনার ভাঙচুর করে সেখানে স্টল নির্মাণ করেন সাবেক সভাপতি আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ বেশ কয়েকজন।’