২২ নভেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ,কালকিনি প্রতিনিধি
বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন এই শ্লোগানকে বুকে ধারন করে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাদারীপুর জেলা পুলিশের দিক-নির্দেশনায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে কালকিনি থানা পুলিশের তত্বাবধানে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময়ে দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (আপরাধ ও প্রশাসন) আব্দুল হান্নান।
কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খলিলুর রহমান, এস.আই মো: আল-ইমরান,এ.এস.আই লব কুমার সাহা, এ.এস.আই জাাকির, এ.এস.আই জিয়া, ওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন, চায়না খানম, জামাল চৌকিদার ও মো: রিফাত হাওলাদার প্রমুখ।
কালকিনি থানার অফিসার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা জানান, এছাড়াও কালকিনি থানা এলাকায় ১৩টি বিট এলাকায় পৃথক-পৃথকভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।