২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আরিফুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার দুপুর অনুমানিক একটার দিকে শহরতলীর বাঘোপাড়া ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ৬টি দোকানের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, বাঘোপাড়া বাজারে রহিমের ওয়েলডিং এর দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আশপাশের আরও ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাÐে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।