২২ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এস.এম.সুজন খান বিশেষ প্রতিনিধিঃ- – ময়মনসিংহের ভালুকায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাআলাই এর স্মরণে জীবন কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে ভালুকা পৌর সদরের কাঁঠালি এলাকায় মারকাজ জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
মুফতি আতিকুল ইসলাম শেখ (দাঃবাঃ) এর সভাপতিত্বে, হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ খান (দাঃবাঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাআলাই এর স্মরণে জীবন কর্ম শীর্ষক আলোচনা করেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (দাঃবাঃ) ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কালাম আজাদ (দাঃবাঃ), মুফতি মুহিবুল্লাহ (দাঃবাঃ), মুফতি মাহাবুল্লাহ (দাঃবাঃ), মুফতি আমির ইবনে আহমদ (দাঃবাঃ), মুফতী শরীফুল ইসলাম (দাঃবাঃ) ও মোঃ খলিল রহমান খান। স্বরণ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও ইত্তেফাকুল উলামা’র ভালুকা উপজেলা শাখার সদস্যগন অংশ গ্রহন করেন ।