২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটাবেজ তৈরি করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ির বিশেষ ধরনের নম্বর প্লেট বিক্রির মাধ্যমেও রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সোমবার চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনা সংক্রান্ত ভার্চ্যুয়াল সভায় মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, আয়কর অনুবিভাগের ২০২০-২১ অর্থবছেরর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা।
রাজস্ব আহরণের গতি স্বাভাবিক রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর খাত থেকে রাজস্ব যোগান নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত সুন্দর ও যুগপোযোগী একটি কর্মপন্থা নিয়েছে। সম্পূর্ণ বিজনেস প্রসেস হবে অটোমেশনের মাধ্যমে।
মন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনা সামগ্রিক অটোমেশনের আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় আয়কর অফিস স্থাপন করা হবে।
একবারের বেশি কোনো ব্যক্তিকে টিন নম্বর দেওয়া হবে না।
সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ ৭ জন মেম্বার, ৩১ জন কমিশনার ও জাতীয় রাজস্ব বোর্ডের অন্য কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।