২০ নভেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:: করোনায় আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (জনবল-২) নুর নাহার ইসলাম। মঙ্গলবার(১৬জুন) তার করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি নিজেই। বর্তমানে তিনি বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান।
এর আগে সিলেটের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও রাজধানীতে ইসির কর্মকর্তা আক্রান্ত হওয়ার খবর এই প্রথম।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস তথা কোভিড-১৯-এ দেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সারাদেশে এ পর্যন্ত ৯৪ হাজার ৪৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর মিছিলও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মঙ্গলবার একদিনে এই এ ভাইরাস কেড়ে নিয়েছে ৫৩ জনের প্রাণ। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক হাজার ২৬২ জন।