২০ নভেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে নব্য আওয়ামীলীগ ও বিএনপিপন্থীদের নিয়ে কাউন্সিলর তালিকা প্রণয়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলর পদ বঞ্চিতরা। ২৩ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সদর ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীর ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে অভিযোগ তোলা হয়, দুঃসময়ের নেতাকর্মীদের বাদ দিয়ে রাজনীতির অপকৌশলের স্বার্থে নব্য আওয়ামীলীগ ও বিএনপিপন্থীদের দিয়ে সম্মেলনের কাউন্সিলর তালিকা প্রণয়ন করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রণীত কাউন্সিলর তালিকা বাতিলে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চাওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, গঠনতন্ত্র মেনে জেলা আওয়ামীলীগের সম্মেলনের কাউন্সিলরদের তালিকা তৈরী করা হয়েছে।