রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন
এস এম আবির আহমেদ চুয়াডাঙ্গা,::-
গত ১১ নভেম্বর ২০১৯,
গৌরব সাফল্যের ৪৭ বছর উজ্জাপনে
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৪৭ বছর উপলক্ষে,
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সারাদিনে বিভিন্ন কর্ম সূচীর মধ্যো দিয়ে উজ্জাপন,
সকাল ৭ টায় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর ও যুবলীগের প্রতিষ্ঠাতা, শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে ফুলেল শুভেচছা, বিশাল আনন্দ শোভা যাত্রা,আলোচনা সভা,সংস্কাতিক অনুষ্ঠান ও কেক কেটে জাকযমকপূর্ণ ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়-
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,
জনাব- শেখ শামসুল আবেদীন খোকন চেয়ারম্যান, জেলা পরিষদ চুয়াডাঙ্গা ও সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটি
এছাড়া উপস্থিত থাকেন,
চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান,আশাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র, জিপু চৌধুরী, জেলা কৃষকলীগ,জেলা স্বেচ্ছাসেবকলীগ,জেলা ছাত্রলীগ,চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান,ও যুবলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটি সভাপতি ও সেক্রেটারি বৃন্দ এবং নেতা-কর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন,
যার কথা না বল্লেই নয়, যার নেতৃত্বে আজ চুয়াডাঙ্গায় জনসমুদ্রে রুপান্তরিত হয় সেই মহান নেতা,চুয়াডাঙ্গা জেলা যুবসমাজের নয়নের মণি,
একজন দ্বায়িত্বশীল অভিভাবক, গুণী ব্যাক্তিত্ব,বঙ্গবন্ধুর আদর্শে গড়া রাজ পথের লড়াকু সৈনিক,অকুতোভয় যোদ্ধা,যুব সমাজের গর্ব, শতগুনে গুণীজন প্রিয়নেতা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীয়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক,শেখ রাসেল ক্রীয়া চক্রের চুয়াডাঙ্গা জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আমার রাজনৈতিক শিক্ষা গুরু #জনাব- নঈম হাসান জোয়ার্দ্দারNayem Joarder মিয়া ভাই
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন-
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী বিপ্লবী যুগ্মআহ্বায়ক চিৎলা ইউনিয়নের তিন তিন বারের সাবেক চেয়াম্যান, যুব সমাজের আর এক দিক পাল জনাব- জিল্লুর রহমান জিল্লু ভাই।
আজকের প্রোগ্রাম সফল ও সাফল্য মণ্ডিত করায়
জন সাধারণ মানুষ সহ সকল আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবিন্দ কে নঈম হাসান জোয়ার্দ্দার মিয়া ভাই, সাবাই কে অন্তরের অন্তস্তল থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অন্তরিক অভিনন্দন জানান। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগের।
জয় হোক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার।