০৭ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “ দর্শনার মাদিনাতুল উলুম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন,নাজেরা ও হিফ্জুল কুরআান বিভাগের ক্লাস উদ্বোধন বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান
বাকেরগঞ্জে নাগরিক সেবা সুনিশ্চিত করতে কেমন মেয়র চাই ?

বাকেরগঞ্জে নাগরিক সেবা সুনিশ্চিত করতে কেমন মেয়র চাই ?

নাগরিক অভিমত কেমন মেয়র চাই ? আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বর্তমান মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। পাশাপাশি সমানভাবে চালাচ্ছেন উঠান বৈঠক ও মাইকিং।যেহেতু মধ্যবর্তী অঞ্চল বাকেরগঞ্জ, সেহেতু-যোগ্য ব্যাক্তিত্বসম্পূর্ণ মানুষ আমরা চাই।আবেগ আর অন্য কোন ইস্যু কখনও দেশের মাতৃভূমির চেয়ে বড় কিছু নয়।দলমত ভেদাভেদ থাকতে পারে দেশ ও উন্নায়নের ব্যাপারে আমরা এক ও অভিন্ন।অনেকে নির্বাচন আসলে ঢালাও ভাবে জ্যোতিষী হয়ে গননা করে দেন-ভোট কি হবে? আমার ভোট দেওয়া লাগবে না, ভোট তো হয়ে যাবে।ভোট আপনার অধিকার, আপনার ভোট আপনি দিবেন-

ধরেন-আপনার জায়গার আশেপাশে যখন মাপামাপি হয়-তখন আপনি কি করেন?নাকি-ভোটের মত হাল ছেড়ে বসে থাকেন?যাই হোক তর্কে নয়-ভাবুন, আমরা কেউ না কেউ পারি পরিবর্তন করতে।কারন এই পৃথিবী মানুষের জন্য……মানুষই এটা দেখভাল করেন-

সময়ের প্রয়োজনে মানুষই সংশোধন করবে-আমরাই পরিবর্তন করব-অন্য গ্রহের জীব জন্ত্রর কিংবা ভিনদেশী কেউ আমাদের পরিবর্তন করে দিবে না।দুই টার্ম নির্বাচিত বর্তমান মেয়র-আপনাদেরই মেয়র।দোষে গুনে মানুষ হয়-তার বড় গুনাবলী হলও- স্পষ্টভাষী।কারো পিছনে নেই, তবে যে কারো সামনে থাকেন। সবচেয়ে বড় ব্যাপার হলও-তার বাকেরগঞ্জের বাহিরে আলাদা জীবন নেই।নেই কোন ইন্ডাস্ট্রি-তার ইন্ডাস্ট্রি বলতে -জনগনই।

যে কাজ করে তার ভুল-ত্রুটি কিন্তু হবে,আর যে কাজ করে না, তার ভুল-ত্রুটি হবার কোন সুযোগই নাই।তবে সমালোচনা করার যথেষ্ট সুযোগ থাকে।আবেগ নয় বিবেকের দ্বারসস্থ হয়ে আপনার ভোট আপনি দিন। বরিশালের উন্নায়ন না হওয়ার পিছনে বিশেষ কারন হলও-শুধুমাত্র এবার ছাড়া -যে সরকার ক্ষমতায় আসে-সেই সরকারের প্রতিনিধি হয় বিরোধীদলের এমপি,

যারাই মেয়র নির্বাচনে দাঁড়িয়েছেন সকলেই কিন্তু যোগ্য-কেউই অযোগ্য নয়- তবে আমরা চাই কাজ আর কাজ।আর সেই কাজ বর্তমান মেয়রের সক্ষমতার মধ্যেই নিহিত-

তাই মেয়র মহোদয় এর দল যেহেতু ক্ষমতায়- বর্তমানে পরিক্ষিত মেয়র, তাই মেয়র হিসাবে তাকেই সিলেক্ট করুন।
লেখক মোঃ মনিরুল ইসলাম সোহেল (জোমাদ্দার) বাকেরগঞ্জ, বরিশাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019