২২ নভেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
‘দুর্যোগ ঝুঁকি হ্রাস সুশাসন, নিশ্চিত করব টকসই উনয়ন’-এই প্রতিপাদ্যক সামনে রেখে তেতুলিয়ায় পালিত হয়ছে আÍর্জাতিক দূর্যাগ প্রশমন দিবস। উপজলা প্রশাসনর আয়াজন দিবসটি উপলক্ষ আজ মঙ্গলবার সকাল হলরুম উপজলা নির্বাহী অফিসার (ভার.) মাসুদুল হকর সভাপতিত্ব আলাচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসব বক্তব্য রাখন উপজলা চয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হাসন, প্রকশলী আবু সাঈদ, ফায়ার সার্ভিস স্টশন অফিসার দলায়ার হাসনসহ প্রসক্লাবর সভাপতি সাহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাবদুর রহমান জাবদ প্রমুখ।
আলাচনা সভায় মহামারী করানা দূর্যাগসহ বিভিন প্রাকতিক দূর্যাগ নিরসন সকলক এক সাথ কাজ করার আহবান জানানা হয়।
পর উপজলা চত্বর ফায়ার সার্ভিস কর্মীদর অংশগ্রহণ জনসচতনতামূলক অগিনির্বাপন মহড়া প্রদর্শন করা হয়। #