০৮ মে ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং মাহমুদ হাসান রনি, ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও খাদ্য গুদাম সিলগালা রহমতপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা
মোবাইল ব‍্যাটারি ক্রয়-কে কেন্দ্র করে এক যুবক বেধড়ক জখম। আজকের ক্রাইম-নিউজ

মোবাইল ব‍্যাটারি ক্রয়-কে কেন্দ্র করে এক যুবক বেধড়ক জখম। আজকের ক্রাইম-নিউজ

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :

দর্শনা থানার অধীনস্থ মদনা ইউনিয়নের আবু সাইদ(৩০) নামের এক যুবক অন‍্যায়ভাবে কুপিয়ে জখম করেছে, একই গ্রামের মৃত রবজেল আলীর ছেলে মোসারফ হোসেন(জনি-২৭)- কে।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের প্রভাবশালী আ:খালেকের ছেলে আবু সাইদ(৩০) নির্মমভাবে মোসারফ হোসেন(জনি-২৭)-কে, কুপিয়ে জখম করেছে বলে জানা যায়, স্থানীয় ব‍্যক্তিবর্গের কাছে থেকে। জানা সূত্রে, মদনার বাজারে “মদনা টেলিকমের” মালিক আবু সাইদ(৩০)। উক্ত টেলিকম মালিকের কাছ থেকে, মোসারফ হোসেন (জনি-২৭) একটি মোবাইল ব‍্যাটারি ক্রয় করেন। কিন্তু ব‍্যাটারিটি কিছু দিন ব‍্যবহার করার পর, তা নষ্ট হয়ে যায়। এমতাবস্থায়, মোসারফ হোসেন (জনি-২৭) বিক্রেতা আবু সাইদ(৩০)কে ব‍্যাটারি সম্পর্কে অবগত করলে, আবু সাইদ নতুন ব‍্যাটারি দিবে বলে আশ্বাস দেন। এভাবে বেশ কিছুদিন ঘুড়ালে, মোসারফ হোসেন(জনি-২৭) পুনরায় আবু সাইদের কাছ থেকে ব‍্যাটারি দাবি করে। কিন্তু আবু সাইদ(৩০) ব‍্যাটারি না দিয়ে গালিগালাচ করেন। এমতাবস্থায়, আবু সাইদের চাচা আ:মান্নান(৪৫) উক্ত ঘটনাকে কেন্দ্র করে, মোসারফ হোসেন(জনি-২৭) কে জোরপূর্বক মারধর করে। এভাবে কিছুক্ষণ উভয় ব‍‍্যক্তিবর্গের মধ্যে ঝগড়া চলতে থাকে, এবং “মদনা টেলিকমের মালিক আবু সাইদ(৩০) তার দোকান থেকে একটি দেশীয় ছুরি দিয়ে, মোসারফ হোসেন (জনি-২৭)কে মাথায় আঘাত করে জখম করে। এরপর স্থানীয় লোকজন তরিঘরিভাবে মোসারফ হোসেন (জনি-২৭) কে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের ডিউটিরত কর্মকর্তা মোসারফ হোসেন (জনি-২৭)কে চিকিৎসা দেন।এবং আঘাত জনিত কারণে মোসারফ হোসেনের মাথায় পাচটি সেলায় হয়।

জাত সূত্রে গ্রামের প্রভাবশালী হওয়ায়, মোসারফ হোসেনের পরিবার-পরিজনদের মেরে ফেলার হুমকি দিয়েছে, আবু সাইদ ও তার চাচা আ:মান্নান। এবং বলেছেন, আইনের আশ্রয় নিলে অবস্থা আরও ভয়াবহ হবে।

স্থানীয় ব‍্যক্তিবর্গ বলেছেন, মাঝে মাঝেই তারা ক্ষমতার দাপট দেখিয়ে একে-অন‍্যের সাথে মারামারি করেন।

অতএব, উক্ত আসামী দ্বয়ের আইনগত ব‍্যবস্বা নেওয়া হোক।এবং এলাকাবাসীর মন্তব্য, তারা যেন কখনও সমাজে কোনো দাপট না দেখাতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019