২০ নভেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে তারা গাছ ফেলে এই অবরোধ করে।
এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে দেন। এতে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে নাশকতা রোধে তাৎক্ষণিক কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত থেকে আটটি স্থানে সড়কের পাসে থাকা গাছগুলো কেটে কেটে ফেলে দিয়ে চলে গেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে আমি চারটি ককটেলের চিহ্ন দেখতে পেয়েছি। কিন্তু কোন অবরোধ বা বিক্ষোভ করেনি, এমন কোন কিছু দেখতে পাইনি। সড়ক থেকে গাছ সরানোর কাজ চলছে। ইতোমধ্যে আমার সাইডের গাছগুলো পরিষ্কার করা হয়েছে। কালকিনি থানার আওতাধীন স্থানে মোটা গাছ ফেলায় একটু সময় লাগছে। দ্রুতই যানচলাচল স্বাভাবিক করা হবে।