২০ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয় গুলো অভিহিতকরণের লক্ষ্যে নলছিটিতে উঠান বৈঠক করেছে বিএনপি।
সোমবার (১৩ অক্টোবর) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে স্থানীয় কয়ারচরে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্টু মল্লিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিমন আকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি বিশ্বাস, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সিনি: যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরিফ, সরদার মোঃ মহিউদ্দিন মঈন সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য প্রাপ্তির ব্যবস্থা নেয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফ্যামিলী কার্ড প্রবর্তন সহ নানা মুখি অবদান রেখেছেন। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট করা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়িত হবে। সকলকে মিলে মিশে দেশ গঠনে ভুমিকা রাখতে ধানের শীষের পক্ষে থাকার জন্য আহবান জানান।