২০ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র । মামলা দায়েরের পর বুধবার দুপুরে নিলয় নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত কিং মাসুদ ইতালী প্রবাসী বিএনপি নেতা ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুক মেসেজ দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদারের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কলেজছাত্রকে স্থানীয় সমরসিংহ বাজারে ডেকে নেয় এবং মোবাইল ফোনে অভিযুক্ত কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেয়।
মামলায় উল্লেখ করা হয়- ভুক্তভোগীকে তার সহপাঠী ইমন ভ্যানযোগে উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখানে একটি চায়ের দোকানে নিয়ে তাকেই চা পান করায়। এসময় সেখানে কিং মাসুদ উপস্থিত হয়ে চায়ের বিল পরিশোধ করেন। চা পানের পর কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সাথে নিয়ে অপর অভিযুক্ত নিলয় আহমেদের বসতঘরের পেছনের বারান্দায় প্রবেশ করেন। এসময় নিলয় তার ঘরের দরজা খুলে দেয়।
মামলায় আরও বলা হয়, ঘরে প্রবেশের পর নিলয় ও ইমন বাইরে চলে যায়। এরপর কিং মাসুদ ভুক্তভোগী কলেজছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিবস্ত্র করে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করেন। এতে ভুক্তভোগীর শরীরে আঘাতের সৃষ্টি হয়। পাশবিক নির্যাতন শেষে আসামি কিং মাসুদ ঘটনা কাউকে না জানানোর জন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়িতে ফিরে ছেলে অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা জানতে পারেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গতবছরের গণঅভ্যুত্থানের পর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর ছবি সম্মিলিত ব্যানার ও পোস্টার সাটানোর মাধ্যমে কিং মাসুদ এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। স্থানীয় নেতাকর্মীরা তার কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বিএনপির সিনিয়র নেতাদের জানালে তাদের উপর ক্ষিপ্ত হয় কিং মাসুদ এবং তার শেল্টারদাতা মিন্টু।
এবিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর নিকট জানতে চাইলে কিং মাসুদ নামে কাউকে চেনেন না বলে তিনি জানান।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার সহযোগী নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। প্রধান আসামি কিং মাসুদ ও ভুক্তভোগীর সহপাঠী ইমনকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।