২০ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তে বিজিবি পোটলায় জড়ানো ১ কেজি ৬৫০ গ্রাম স্কচটেপ মোড়ানো রুপার বল উদ্ধার করেছে।এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় রুপা পাচার হতে পারে। এসময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপির কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। সকাল ৯ টায় বিজিবির সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বয়রা মাঠে এ্যাম্বুশ করে অবস্থান নেবার সময় একজন ব্যক্তিকে গামছায় কিছু বহন করে বয়রা মাঠের ভেতর দিয়ে হেঁটে আসতে দেখে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে সে সঙ্গে থাকা গামছাটি ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। টহলদল তাকে ধাওয়া করলে সে ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ফেলে যাওয়া গামছাটি জব্দ করলে, তার ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়। জব্দকৃত প্যাকেটগুলো জগন্নাথপুর বিওপিতে এনে ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, সেগুলোর মধ্যে মোট ১ কেজি ৬৫০ গ্রাম ভারতীয় রুপার বল রয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা।পরে নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।