২০ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্বরত ্অবস্থায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী ডাক বিলির জন্য সহকারী পুলিশ সুপার, হাকিমপুর সার্কেল অফিসের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে স্থানীয় লোকজন ও থানার জরুরী পার্টি মোবাইল-১৩ অফিসারের মাধ্যমে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসকরা জানান, তিনি হার্ট ব্লকে আক্রান্ত হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে হস্তান্তর করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পুলিশ সদস্য হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের করোলগাছা এলাকার মৃত মমতাজ হোসেন এর ছেলে মিজানুর রহমান। এর আগেও তিনি ২ বার হার্ট ব¬কে আক্রান্ত হয়। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।নিহত ওই পুলিশ সদস্য দীর্ঘদিন ধরে ঘোড়াঘাট থানায় কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও সৎ পুলিশ সদস্য হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। হঠাৎ তার মৃত্যুতে থানার সহকর্মীসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা একজন কর্মঠ পুলিশ সদস্যকে হারালাম। তার মৃত্যুতে পুলিশ বিভাগ শোকাহত।
পারিবারিক সূত্রে জানা যায়, মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা