২১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে শুক্রবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ট্র্যাফিক পুলিশের অভিযানে হেলমেট বিহীন ১৮ টি মোটরসাইকেলে মামলা দেওয়া হয় । হেলমেট বিহীন একেকটি মোটরসাইকেলে তিন হাজার টাকা করে মামলা করা হয়।
অভিযানের সময় রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়।
আজকের অভিযানে ট্রাফিক বিভাগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনতা। তারা বলেন এভাবে প্রতিদিন ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হলে সড়কে বেপরোয়া মোটরসাইকেল কমে যাবে। বেপুরাও গতি মোটরসাইকেলে অপপ্রাপ্ত যুবকররা প্রতিদিন স্কুল কলেজের সময় মেয়েদের ইভটিজিং করে এদের কে থামাতে হতে এদের জন্য প্রায়ই সড়কের দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝালকাঠি ট্রাফিক বিভাগের সার্জেন্ট হাসান আহমেদ বলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের নির্দেশে সড়কে বেপরাগতি মোটরসাইকেল ও কাগজপত্র হেলমেট বিহীন যে সকল মোটরসাইকেল সড়কে চলাচল করে তাদের বিরুদ্ধে আজকে অভিযান।
তিনি আরো বলেন অবৈধ কোন মটর সাইকেল সড়ক চলতে দেওয়া হবে না আমাদের অভিযান অব্যাহত থাকবে।আজ ১ ঘন্টার অভিযানে ১৮ টি হেলমেট বিহীন মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।