২১ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান ও জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফিন তুষার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ স্ট্রোক হয়। তাৎক্ষনিক ভাবে সহকর্মীরা তাকে শেবাচিমহাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তাকে মঙ্গলবার সকাল ১০টায় প্রেস ক্লাব চত্তরে প্রথম জানাযা এবং নিজ গ্রাম হিজলা উপজেলার আন্দারমানিকে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
আরিফিন তুষারের আকষ্মিক মৃত্যুতে বরিশালের সংবাদপত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষনিক ভাবে তার সহকর্মীরা শেবাচিম হাসপাতালে ছুটে যান। সাংবাদিক আরিফিন তুষারের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, এসএম রহমত উল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ। তাছাড়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এম আর প্রিন্স, সেক্রেটারি আরিফুর রহমান, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমান, বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদার সহ অনেক সাংবাদিক নেতারা শোক জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার।
পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রনাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ’র চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন। এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন।
এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস -এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।