২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :”তামাক কোম্পানির কূটকৌশল উম্মোচন করি তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগান সামনে রেখে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস । শনিবার ৩১ মে উপজেলা পরিষদের সামনে থেকে এক বণ্যার্ঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন তিনি তার বক্তব্যে বলেন তামাক থেকে প্রথমে নেশা শুরু হয় একপর্যায়ে মাদকে আসক্ত হয়। তিনি আরো বলেন তামাক পন্য বর্জন করার জন্য আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এবং বিভিন্ন হাট বাজারে আমাদের প্রচার অভিযান চলমান রয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডাক্তার মোঃ জাবির হাসান,
এছাড়া বিভিন্ন ইউনিয়নের সচিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য, ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান গন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিচালক জেডিএস ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটি মোঃ শাহ আলম খলিফা।