২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিবেদক ঃ
মহান স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা শাখার উদ্যোগে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বরিশাল জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বরিশাল জেলা শাখার আহ্বায়ক মন্টু বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাবু দুলাল রায় দুলু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেশি সরকারি মহাসচিব বাবু দুলাল সাহা,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার মন্টু, প্রার্থন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রায় ভুলু এছাড়া বরিশাল জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।