২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন এবং পর্যটকদের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিত এ মোমেনশাহী ক্যান্টনমেন্টের ARTDOC প্রধান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান এর সাথে টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিল।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সব সময় আপোসহীন থাকবে। অত্র অঞ্চলের পর্যটনের বিকাশের স্বার্থে টুরিস্ট পুলিশকে যেকোনো ধরনের সহায়তা করতে সেনাবাহিনী সব সময় প্রস্তুত। মোঃ নাঈমুল হক, পিপিএম টুরিস্ট পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ধন্যবাদ জ্ঞাপন করেন।