০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মঙ্গলবার ২৮শে জানুয়ারি সকালে জেলার খেলোয়াড়, ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ ফ্যাসিস্ট দোসর ও অখেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক জেলার ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রনেতা মোঃ রিয়াজ খান রনির নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট দোসর ও অখেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ঝালকাঠি জেলার ক্রীড়া সংস্থার যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া, তারা যোগ্য খেলোয়াড়, ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকবৃন্দের নিয়ে পুনরায় কমিটি গঠন করার আহ্বান জানান।