ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মঙ্গলবার ২৮শে জানুয়ারি সকালে জেলার খেলোয়াড়, ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ ফ্যাসিস্ট দোসর ও অখেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক জেলার ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রনেতা মোঃ রিয়াজ খান রনির নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট দোসর ও অখেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ঝালকাঠি জেলার ক্রীড়া সংস্থার যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া, তারা যোগ্য খেলোয়াড়, ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিকবৃন্দের নিয়ে পুনরায় কমিটি গঠন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.