২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : মাদক সেবন করায় মাদকাসক্ত ছেলে সন্তানকে (২০) ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন বাবা। বগুড়ার শিবগঞ্জে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাকিব হাসান উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল গ্রামের নুর ইসলামের ছেলে। আজ মঙ্গলবার বিকেলে বুড়িগঞ্জের মাচইল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শাকিব হাসান দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করেন। নেশার টাকা দিতে মা–বাবা অস্বীকৃতি জানালে প্রায়ই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। মাঝেমধ্যে বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করেন। এমনকি মা–বাবার সামনেই মাদক সেবন শুরু করেছেন তিনি। তাই বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন বাবা নুর ইসলাম।
বাবা নুর ইসলাম বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। নিষেধ করলে আমাকে ও তার মাকে মারধর করে। তাই স্থানীয় লোকদের পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি। এ ছাড়া কোনো উপায় ছিল না আমার।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান বলেন, মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ওই তরুণের নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাকিব হাসানকে আটক করা হয়। এ সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।