২১ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কর্ণেল (অব) জাহিদ ফারুক শামীম পূর্নরায় পানিসম্পদ মন্ত্রাণলয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছেন বরিশালবাসী।
নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শনিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন বাস্তবায়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন।
শেখ হাসিনার সরকার শিক্ষার হার বাড়িয়েছে। দেশের অনেক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিতকায় আগামী দুই বছরের মধ্যে বরিশালের চেহারা পরিবর্তন করে ফেলবো। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দরা।