২১ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদের পাশে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। আহত যুবকের মাথায় ও পিঠে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। পিঠের উপরে আঘাতে ১৪টি সেলাই লেগেছে জানিয়েছে চিকিৎসক।
আহত যুবক ঝালকাঠি সদরের ৭ নং বাসন্ডা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠির মৃত শেখ কালুর ছেলে মোঃ শেখ সাঈদ (৪২)।
আহত যুবক পিরোজপুর ভান্ডারিয়া এলাকার অগ্রণী ব্যাংকের আনসার সদস্য।
আহত শেখ সাঈদ জানান মামলা সংক্রান্ত বিষয়ে অ্যাডভোকেট বনি আমিন বাকলাইয়ের চেম্বারে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেল ছয় জন যুবক হেলমেট পড়া অবস্থায় দেশীয় অস্ত্র দিয়ে আমার উপরে আক্রমণ করে।
আমাকে এলোপাথারি কোপ শুরু করে আমি ডাক দিলে হামলাকারিয়া পালিয়ে যায়।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।