২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ীর যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদের জের ধরে বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরসহ দেড় লক্ষ টাকার মালামাল লুট ও ১০ম শ্রেণীর ছাত্রী মেয়েকে বাড়ীতে আটকে রেখে শ্লীলতাহানী ঘটিয়েছে প্রতিবেশী প্রতিপক্ষরা। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় অভিযোগ করা হয়েছে। ঘোড়াঘাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের হাটপাড়া গ্রামের আঃ হালিম মিয়ার বাড়ীতে গত ১৪ আগষ্ট সকাল অনুমান সাড়ে ৭টায় বাড়ীর যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষ আঃ রহমান ও তার লোকজন আঃ হালিমের বাড়ীতে হামলা চালায়। ত্রা আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা লুটসহ তার কন্যা ১০ শ্রেণিতে পড়–য়া স্কুল ছাত্রী সানজিদা খাতুনকে (১৬) মারপিটসহ শ্লীলতাহানী ঘটিয়ে তারা তাকে আঃ রহমানের বাড়ীতে নিয়ে গিয়ে আটক করে রাখে। স্থানীয় লোকজন সানজিদা খাতুনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আঃ হালিম মিয়ার স্ত্রী মোছাঃ আমিরন বেগম বাদী হয়ে আঃ রহমান সহ ১০ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেছেন।