২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ হাইওয়ে পুলিশের ডিজিটাল কার্যক্রম বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল ফোনে হ্যালো এইচপি অ্যাপস ইনস্টলেশন কার্যক্রম ক্যাম্পেইন ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকেলে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দশমাইল নামক বাজারে এ সভা আয়োজন করা হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিল ইসলাম, ব্যবসায়ী বাবুল হক, সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, রাশেদুজ্জামান রাশেদ।
হাইওয়ে পুলিশের কার্যক্রম তুলে ধরে বিস্তারিত আলোচনা কালে অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, মহাসড়কে দুর্ঘটনা রোধ সহ যেকোনো প্রকার অপরাধ রোধ কল্পে মহসড়কে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং জনসাধারণকে দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে মোবাইল ফোনে হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপসটি ইনস্টলেশন করতে ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারনকে সচেতনতা করে গড়ে তুলতেই হাইওয়ে পুলিশের মুল উদ্দেশ্য।