২০ নভেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী শহর লাহোরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি জামান পার্কে তল্লাশি চালাতে চায় পুলিশ। এজন্য শুক্রবার জুমার নামাজের পর ২টা নাগাদ সেখানে সরকারের পক্ষ থেকে একটি টিম যাওয়ার কথা রয়েছে। পিটিআই নেতারা সম্মত হলে হলে চালানো হবে তল্লাশি। এতে অন্তত ৪০০ পুলিশ অংশ নেওয়ার কথা রয়েছে। সূ্ত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিওটিভি অনলাইন।
পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভির পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন লাহোরের কমিশনার মুহাম্মাদ আলী রান্ধাওয়া।
প্রতিনিধিদল যাওয়ার আগে জামান পার্ক অভিমুখের মল রোড ও ধর্মপুরা সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। জামান পার্ক অভিমুখে যাওয়া সব সড়কই এখন পুলিশের দখলে।
গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর বিভিন্ন সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে যে বিক্ষোভ-সংঘর্ষ হয়, এসব ঘটনার মামলার ‘পলাতক আসামিরা’ জামান পার্কে থাকলে তাদের গ্রেপ্তার করার নির্দেশও দিয়েছেন পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী।