১৭ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন, ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট, নো ফুয়েল’নীতি বাস্তবায়নে পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশের মতবিনিময় চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১৫দিন ধরে অনুপস্থিত,মেলেনি নোটিশের জবাব বাবুগঞ্জে ইউপি মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক বরিশালের হিজলা ও মুলাদীতে। চুয়াডাঙ্গায় আম সংগ্রহের উদ্বোধন বিদেশ ফেরত আগৈলঝাড়ার দুই যুবকের স্বপ্ন দেখাচ্ছে ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি! বাবুগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর: ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রকে গুজব ছড়ানো বন্ধ করতে বলল রাশিয়া

যুক্তরাষ্ট্রকে গুজব ছড়ানো বন্ধ করতে বলল রাশিয়া

অনলাইন ডেস্ক
ইউক্রেনে সম্ভাব্য রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রকে গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া।

ওয়াশিংটনে মস্কোর দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর তাসের।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে যে দাবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস করেছেন তা ভিত্তিহীন।

ওয়াশিংটনে রুশ দূতাবাস বলছে, ১২ এপ্রিলে আমরা নেড প্রাইসের ব্রিফিংয়ের বিষয়ে অবগত হয়েছি। সেখানে তিনি বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে কথিত ব্যর্থতার কারণে রাশিয়া দেশটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সেনারা তাদের সঙ্গে রাশায়নিক অস্ত্র রাখতে পারে না বা রাখে না। কেননা, রাশিয়া ২০১৭ সালে তার রাসায়নিক অস্ত্রের সব মজুদ ধ্বংস করে ফেলেছে।

ওই বিবৃতিতে বলা হয়, আমরা ওয়াশিংটনের কাছে অনুরোধ জানাচ্ছি, গুজব ছড়ানো বন্ধ করুন। তাদের উচিত ছিল নিজেদের রাসায়নিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া জোরদার করা। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যে কিনা রাসায়নিক অস্ত্র চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক প্রতিশ্রুতি পরিপূর্ণ করেনি। যুক্তরাষ্ট্রের কাছে থাকা এ ধরনের অস্ত্রের মজুদ মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নেড প্রাইস মঙ্গলবার বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় ‘রাশিয়া রাসায়নিক অস্ত্রের আশ্রয় নিতে পারে’।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলছেন, ইউক্রেনে বিশেষ অভিযানে সম্পৃক্ত রুশ সেনাদের কাছে কোনো ধরনের রাসায়নিক অস্ত্র নেই।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019