২১ নভেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ( রফিয়াদি কোলচর) মেম্বার প্রার্থী হিসেবে চাঁদপাশা ইউপি নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল করেন।
সোমবার দুপুরে নির্বাচন অফিসার মো: সাইফুল ইসলাম এর কাছে মনোনয়ন ফরম দাখিল করেছেন তিনি ।
জনপ্রতিনিধি হয়ে সেবা করতেই ইউপি সদস্য প্রার্থী মামুন মাঝি।
মামুন মাঝি মানুষের বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেন। এলাকার উন্নয়ন করতে চান। এ জন্য তিনি চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসময় তার এলাকার ভোটাররা জানায় মামুন মাঝি সব সময় আমাদের বিপদে-আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই তাঁকে ডাকা হয়, তখনই তিনি ছুটে আসেন। আসন্ন ইউপি নির্বাচনে দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা মামুন মাঝিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নে মামুন মাঝিকে এলাকাবাসীর সুযোগ দেওয়া উচিত।’
মামুন মাঝি বলেন, ‘আমি আশাবাদী। নির্বাচনে জয়ী হয়ে আমার ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করে জনগণের ইচ্ছা পূরণ করতে সক্ষম হব। এ ছাড়া সমাজে অবহেলিত মানুষের সাহায্য-সহযোগিতায় কাজ করতে পারব।’