০৭ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “ দর্শনার মাদিনাতুল উলুম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন,নাজেরা ও হিফ্জুল কুরআান বিভাগের ক্লাস উদ্বোধন বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান
সিলেট জেলা জাতীয় পার্টির ১০১সদস্য আহ্বায়ক কমিটির অনুমোদন।

সিলেট জেলা জাতীয় পার্টির ১০১সদস্য আহ্বায়ক কমিটির অনুমোদন।

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জেলা জাতীয় পার্টির ১০১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ১৩ জুন ২০২১ ইং দলের গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবুলু’র সুপারিশে আলহাজ্ব কুনু মিয়াকে আহ্বাযক, মো. হুমায়ুন কবীর চৌধুরীকে যুগ্ম আহ্বয়ক এবং মো. উসমান আলীকে চেয়ারম্যানেক সদস সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করায়। জাতীয় পার্টির কেন্দ্রী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সিলেট জেলা আহ্বায়ক কমিটিতে যারা সদস্য হলেন- এ.টি ইউ তাজ রহমান (প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব), মো. আতিকুর রহমান আতিক (সাবেক প্রেসিডিয়াম সদস্য),এড.গিয়াস উদ্দীন (উপদেষ্টা চেয়ারম্যান), মকসুদ ইবনে আজিজ লামা (উপদেষ্টা চেয়ারম্যান), সেলিম উদ্দিন ( উপদেষ্টা চেয়ারম্যান জাতীয় পার্টি) , আলহাজ্ব সাব্বি আহমদ ( কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান) , ইয়াহইয়া চৌধুরী এহিয়া ( কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান), সাইফ উদ্দিন খালেদ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক),আব্দুন নুর ( কেন্দ্রীয় সদস্য), এম. জাকির হোসেইন ( কেন্দ্রীয় সদস্য), মুজিবুর রহমান মুজিব ( কেন্দ্রীয় সদস্য),ইসরাকুল ইসলাম শামী (সদস্য), আহসান হাবীব মঈন (সদস্য), বাশির আহমদ (সদস্য), ফখরুল ইসলাম সুহেল (সদস্য),এম ইকবাল হোসেন (সদস্য), দৌলা মিয়া (সদস্য),মরতুজা আহমদ চৌধুরী (সদস্য), নাজমুল ইসলাম (সদস্য),সুফি মাহমুদ (সদস্য),আরশ আলী বাবলু (সদস্য), মো.আশিক মিয়া (সদস্য),আলহাজ্ব ইসলমাইল আলী আশিক (সদস্য), বেলায়েত আহমদ চৌধুরী (সদস্য),আহাদ চৌধুরী (সদস্য), হেলাল উদ্দিন লস্কর (সদস্য),আব্দুল জলিল মেম্বার (সদস্য),এড.আব্দুর রহিম (সদস্য),মাতাব হোসেন চৌধুরী চেয়ারম্যান (সদস্য),আলা উদ্দিন মামুন (সদস্য),মামুনুর রশিদ মামুন (সদস্য),শাহ্ আলম (সদস্য), আবুল কালাম আজাদ (সদস্য),আব্দুল আজিজ শুকুর (সদস্য) প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019