০৮ মে ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং মাহমুদ হাসান রনি, ঘোড়াঘাটে কোটি টাকা নিয়ে কর্মকর্তা উধাও খাদ্য গুদাম সিলগালা রহমতপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার বরিশাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত উপজেলা নির্বাচন: ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে প্রতিবন্ধীর নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা বানারীপাড়ায় অধ্যাপক নিত্যানন্দ শীলের পরলোকগমণ বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা
বাকেরগঞ্জে নাগরিক সেবা সুনিশ্চিত করতে কেমন মেয়র চাই ?

বাকেরগঞ্জে নাগরিক সেবা সুনিশ্চিত করতে কেমন মেয়র চাই ?

নাগরিক অভিমত কেমন মেয়র চাই ? আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বর্তমান মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। পাশাপাশি সমানভাবে চালাচ্ছেন উঠান বৈঠক ও মাইকিং।যেহেতু মধ্যবর্তী অঞ্চল বাকেরগঞ্জ, সেহেতু-যোগ্য ব্যাক্তিত্বসম্পূর্ণ মানুষ আমরা চাই।আবেগ আর অন্য কোন ইস্যু কখনও দেশের মাতৃভূমির চেয়ে বড় কিছু নয়।দলমত ভেদাভেদ থাকতে পারে দেশ ও উন্নায়নের ব্যাপারে আমরা এক ও অভিন্ন।অনেকে নির্বাচন আসলে ঢালাও ভাবে জ্যোতিষী হয়ে গননা করে দেন-ভোট কি হবে? আমার ভোট দেওয়া লাগবে না, ভোট তো হয়ে যাবে।ভোট আপনার অধিকার, আপনার ভোট আপনি দিবেন-

ধরেন-আপনার জায়গার আশেপাশে যখন মাপামাপি হয়-তখন আপনি কি করেন?নাকি-ভোটের মত হাল ছেড়ে বসে থাকেন?যাই হোক তর্কে নয়-ভাবুন, আমরা কেউ না কেউ পারি পরিবর্তন করতে।কারন এই পৃথিবী মানুষের জন্য……মানুষই এটা দেখভাল করেন-

সময়ের প্রয়োজনে মানুষই সংশোধন করবে-আমরাই পরিবর্তন করব-অন্য গ্রহের জীব জন্ত্রর কিংবা ভিনদেশী কেউ আমাদের পরিবর্তন করে দিবে না।দুই টার্ম নির্বাচিত বর্তমান মেয়র-আপনাদেরই মেয়র।দোষে গুনে মানুষ হয়-তার বড় গুনাবলী হলও- স্পষ্টভাষী।কারো পিছনে নেই, তবে যে কারো সামনে থাকেন। সবচেয়ে বড় ব্যাপার হলও-তার বাকেরগঞ্জের বাহিরে আলাদা জীবন নেই।নেই কোন ইন্ডাস্ট্রি-তার ইন্ডাস্ট্রি বলতে -জনগনই।

যে কাজ করে তার ভুল-ত্রুটি কিন্তু হবে,আর যে কাজ করে না, তার ভুল-ত্রুটি হবার কোন সুযোগই নাই।তবে সমালোচনা করার যথেষ্ট সুযোগ থাকে।আবেগ নয় বিবেকের দ্বারসস্থ হয়ে আপনার ভোট আপনি দিন। বরিশালের উন্নায়ন না হওয়ার পিছনে বিশেষ কারন হলও-শুধুমাত্র এবার ছাড়া -যে সরকার ক্ষমতায় আসে-সেই সরকারের প্রতিনিধি হয় বিরোধীদলের এমপি,

যারাই মেয়র নির্বাচনে দাঁড়িয়েছেন সকলেই কিন্তু যোগ্য-কেউই অযোগ্য নয়- তবে আমরা চাই কাজ আর কাজ।আর সেই কাজ বর্তমান মেয়রের সক্ষমতার মধ্যেই নিহিত-

তাই মেয়র মহোদয় এর দল যেহেতু ক্ষমতায়- বর্তমানে পরিক্ষিত মেয়র, তাই মেয়র হিসাবে তাকেই সিলেক্ট করুন।
লেখক মোঃ মনিরুল ইসলাম সোহেল (জোমাদ্দার) বাকেরগঞ্জ, বরিশাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019