২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মোঃ রিয়াজ হোসেন খান পিপিএম। এডিশনাল এসপি পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন মন্ত্রী-এমপিদের স্বজনরা নির্দেশ না মানলে ব্যবস্থা: কাদের বানারীপাড়ায় ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে ৫ দিন আটকে রেখে ধর্ষণ লম্পট গ্রেফতার আজ আকাশে দেখা মিলবে গোলাপী চাঁদ এক রাতেই ৮০ বার কাঁপলো তাইওয়ান! চুয়াডাঙ্গায় সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা পটুয়াখালীতে মাদক অভিযানে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত বানারীপাড়ায় অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর ভস্মিভূত: খোলা আকাশের নীচে সপরিবারে মানবেতর জীবন!
৩ মাসে কোরআন হাদিস পড়ে যে শান্তি পেয়েছি, যা জিবনে কখনই পাইনি: অভিনেত্রী সুজানা জাফর

৩ মাসে কোরআন হাদিস পড়ে যে শান্তি পেয়েছি, যা জিবনে কখনই পাইনি: অভিনেত্রী সুজানা জাফর

দেশের জনপ্রিয় মডেল ও অ’ভিনেত্রী সুজানা জাফর। কয়েক বছর ধ’রে একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত তিনি। পাশাপাশি একজন সমাজ সচে’তন মানুষ হিসেবেও সমাদৃত।

বছর জুড়েই এতিম ও বৃ’দ্ধদের জন্য নানারকম উদ্যো’গ থাকে তার। করো’না প’রিস্থিতিতেও বেশকিছু উদ্যো’গ গ্রহণ ক’রেছেন। স’ম্প্রতি ময়মনসিংহ জে’লার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃ’দ্ধার দায়িত্ব নিয়েছেন।

এবার নতুন খবর হলো অ’ভিনয় শোবিজ জগত ছে’ড়ে দেওয়ার ঘো’ষণা দিলেন লাক্স ফটো-সু’ন্দরী মডেল ও অ’ভিনেত্রী সুজা’না জাফর। শোবিজ ছে’লে ধ’র্মে-ক’র্মে মন দেওয়ার সিদ্ধা’ন্ত নিয়েছেন তিনি।

২০১৮ সালের নভেম্বরে ওম’রাহ হ’জ পা’লন করেন সুজা’না। গত তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস প’ড়েছেন। আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন। এমনটাই জা’নান তিনি।

সুজা’না বলেন, ‘গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমা’র মন থেকে মিডিয়ায় কাজে’র ইচ্ছে ন’ষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।’

উল্লেখ্য, ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজা’না জাফর। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসু’ন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাট’কে তার দেখা মিলেছে। গত ৩ বছর ধ’রে মিডিয়াতে অনিয়মিত সুজা’না। বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন। সূত্র: জাগোনিউজ২৪

দাদীকে চি’তায় পো’ড়া’নো দেখে হিন্দু ধর্ম ত্যা’গ করে ইসলাম গ্রহণ করলো আমেনা

ইসলাম গ্রহণ করা আমেনার- হিন্দু ধর্ম ত্যা’গ করে ইসলাম গ্রহণ করা আমেনার করুণ এই গল্পে কাঁদবেন আপনিও পড়েই দেখু’ন। মৃ’ত দাদীকে চিতায় তুলে দিয়ে আ’গুনে পোড়ানো হচ্ছিল।

আর এই দৃশ্য দেখছিল ১১ বছর ব’য়সী নাবালিকা কৃষ্ণা ব্যানর্জি। এমন দৃশ্য দেখে আ’তঙ্কিত হয়ে ঘর ছাড়েন এই বালিকাটি।

কৃষ্ণা সেদিন ঘর ছেড়ে তার এক মু’সলিম বান্ধবীর বাড়িতে গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখেন আমেনা বেগম।ঘ’টনাটি ১৯৮৯ সালের মানিকগঞ্জের এক পাড়াগাঁয়ের।বর্তমান সেই আমেনা বেগমের ব’য়স ৩৫ বছর। সেদিন তিনিঅনেকটা না বুঝেই শুধুমাত্র নিজ ধর্মের সৎকার রীতির ভ’য়াবহতা থেকে মুক্তি পেতেই ইসলামের দিকে ধাবিত হয়েছিলেন।

এর ফলে পৈত্রিক সম্পত্তি, আত্মীয়-স্বজন সবকিছুর মায়া ত্যাগ করতে হয়েছিল তার। এরপর ওই বান্ধবীর পরিবারের সহায়তায় ভর্তি হন ঢাকার কামরাঙ্গীরচর ম’হিলা মাদ্রাসায়।সেখানে স্বল্প সময়েই নওমু’সলিম আমেনা বেগম হয়ে উঠেন একজন কুরআনের হাফেজ।

মাদ্রাসায় পড়াকলিন সময় সেখানকার হুজুরদের মধ্যস্থতায়ই আমেনার বিয়ে হয় নোয়াখালি সন্দ্বীপের হাফেজ বদিউল আলমের স’ঙ্গে।ধর্মীয় অনুশাসনের মধ্যে সু’খের সংসার ছিল তাদের।

কিন্তু ২০০৮ সালে এক সড়ক দু’র্ঘ’টনায় মৃ’ত্যু হয় তার স্বা’মী বদিউল আলমের।স্বা’মীহারা বিধবা নওমু’সলিম আমেনা বেগম ফের একা হয়ে পড়েন। কোথায় থাকবেন, কার কাছে যাবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। এ অবস্থায় ঢাকা বায়তুল মোকাররম এলাকায় তার স’ঙ্গে পরিচয় হয় গুলশানের অভিজাত এলাকার এক ধ’নাঢ্য বৃ’দ্ধার স’ঙ্গে।

তার বাসার পরিচারিকা হিসেবে নিযুক্ত হন আমেনা বেগম।প্রায় সাড়ে তিন বছর ওই বৃ’দ্ধাকে আপন মায়ের মতই সেবা করেন তিনি। এ ক পর্যায়ে ওই বৃ’দ্ধাও ইন্তেকাল করেন।

বৃ’দ্ধার ইন্তেকালের পর তার স’ন্তানেরা এই স্বজনহারা হাফেজা নওমু’সলিমের আর খোঁজ নেননি। অবলম্বনহীন এই পর্দানশীন হাফেজা না’রী পরবর্তীতে জনৈক ব্যক্তির সহায়তায় চলে যান সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায়। সেখানে এক বাড়ির শি’শুদের কুরআন শেখানো ও গৃহস্থলির কাজের বিনিময়ে আশ্রয় মেলে তার।

বর্তমান সেখানেই আছেন তিনি।দুই যুগ আগে স্বেচ্ছায় ধর্মান্তরিত মু’সলিম আমেনা বেগম বলেন, কোনো লোভে মু’সলমান হইনি। আল্লাহই আমাকে মু’সলমান বানিয়েছেন। আমার মা-বাবা, আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে এসেছি আমি।২৪ বছর ধরে মু’সলমান সমাজেই কে’টেছে আমার জীবন।এখন এটাই আমরা সব।

ADVERTISEMENT
তিনি আরো জানান, ২০১১ সালে নওমু’সলিম’দের জন্য বাংলাদেশ স’রকারের একটি প্রকল্প থেকে সোয়া দুই কাঠা জমি বরাদ্দ দেয়া হয়েছে তার নামে।

সাভারের রাজ ফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় ওই জমিটুকু অনাবাদিভাবে পড়ে আছে। অর্থাভাবে সেখানে একখানা ঘর বানিয়ে বসবাসের ব্যবস্থা করতে পারেননি তিনি। আমেনা বলেন, বাসায় বাসায় প্রাইভেট পড়িয়ে আমি জীবিকা নির্বাহ করছি।

অন্যের বাসায় থাকি। অনাত্মীয় কারও বাসায় থেকে পর্দা পালন করা ক’ষ্টকর হচ্ছেঅথচ মু’সলমান হওয়ার পর থেকে আমি কখনও পর্দা ল’ঙ্ঘন করিনি। তার একটি ছবি তুলতে চাইলে তিনি বললেন আপনার সামনে মুখ খুলতে পারবো না। ছবি তোলাকে গোনাহের কাজ বলেই বিশ্বাস করেন তিনি।

অপরের অধীনে মানবেতর জীবন থেকে মুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে চান তিনি। হাফেজা বলেন, মহান আল্লাহই আমার ভরসা।

তবে কারো পক্ষ থেকে একটু সহযোগিতা পেলে আমি ওই জমিতে ছোট একটি ঘর তুলতে চাই। সেখানেই গড়ে তুলতে চাই আপন ভুবন। থাকতে চাই নিরাপদে, নিজ আবাসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019