২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
ডিমলায় এক সড়ক দূর্ঘটনায় তিন বন্ধু নিহত। আজকের ক্রাইম-নিউজ

ডিমলায় এক সড়ক দূর্ঘটনায় তিন বন্ধু নিহত। আজকের ক্রাইম-নিউজ

নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ মোঃগোলাম রাব্বানী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নীলফামারী ডিমলা উপজেলা ও লালমনিরহাট জেলার মাঝামাঝি অবস্থিত তিস্তা ব্যারেজ এলাকায় ঘুরতে এসে সড়ক দূর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন ।

মঙ্গলবার(২৭অক্টোবর)শেষ বিকেলের দিকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সুইচ গেটের উপর ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তিস্তা সেচ ক্যানেলের পাশে পড়ে ঘটনা স্থলে মারা যান তিন বন্ধু।নিহতরা হলেন-সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ের ছেলে রিংকু রায় (২১),একই উপজেলার লক্ষনপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায়(২২)ও দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসজিৎ রায় (২৪)।

এলাকাবাসী সুত্রে জানা যায়,৩টি মোটর সাইকেল করে ৭ থেকে ৮জন তিস্তা ব্যারেজ এলাকা ঘুরে নীলফামারীর সৈয়দপুরের দিকে রওনা দিয়ে ছিলেন। এমন সময় দুইটি মোটর সাইকেল দ্রুত সুইচ গেট ওভারটেক করার চেষ্টা করায় একটি পালসার ১৫০ সিসি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে সেই মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুত্বর আহত হন।তাদের উদ্ধার করে জলঢাকা সরকারি হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যায়।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন,আহতদের স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা: আবু তৈয়ব জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়ার আগেই ওই তিন যুবকের মৃত্যু হয়েছে।

জললঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত তিন জনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

নিহতের পরিবারক সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019