০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি/মো: কামরুজ্জামান, দর্শনা থানা প্রতিনিধি::-
দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহ পাড়ায় বসবাস করে আসছেন শান্তা খাতুন(২৫) এবং তার স্বামী মহিদুল ইসলাম(৩০)।
তথ্য সূত্রে, বিবাহ জীবনে নয় বছর পার করলেন এই দম্পতি। কিন্তু মহিদুল এর চরিত্র ভালো হয়নি বলে আখ্যা দেন মহিদুল এর স্ত্রী শান্তা খাতুন।
গরু কেনার জন্য স্ত্রীকে দিয়ে সমিতির চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মহিদুল ইসলাম উধাও। স্বামী চলে যাওয়াই শান্তা খাতুন খুবই অসহায়ের মধ্যে জীবণযাপন করছেন।
এমনতাবস্থায়, সমিতির লোকজন শান্তা খাতুনের বাড়ি এসে চাপ সৃষ্টি করছেন। কূলকিনারা হারিয়ে শান্তা খাতুন আইনের আশ্রয় জ্ঞাপন করছেন।
অতএব, দর্শনা থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আকুল আবেদন বিষয়টি সঠিকতা বাস্তবায়নে আইনের ব্যবস্থা প্রণয়ন করতে একান্ত মর্জি হয়।