২১ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখুরিয়ায় এক নারী ইউপি সদস্যার বাড়ি থেকে ভিজিডির ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার আফসানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন জানান, খাসপুখুরিয়া ইউপির সংরক্ষিত নারী ইউপি সদস্যা জহুরা বেগমের বাড়িতে ভিজিডির চাল মজুদ রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ইউপি মেম্বরের বাড়ি থেকে ৪৭ বস্তা ভিজিডি চাল উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি মেম্বর জহুরা বেগম পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।